হাল্দারগণের পর ভাটপাড়ায় অপরাপর যাঁহারা আমাদের শিষ্য আছেন তাঁহাদের মধ্যে কতিপয়ের (যাঁহার যাঁহার পাওয়া গেল) বংশবল্লী পর পর দেওয়া গেল। এখান ভগবানের নিকট শিষ্যবর্গসমেত আমাদিগের কল্যাণ কামনা করিয়া এই গ্রন্থ সমাপ্ত করিলাম।